স্মৃতি কথা
রিপন রায়
অনেক আগে ,,,,,
আমরা যখন এক সাথে ছিলাম,
একই খাবার খেতাম,একসাথে খেলতাম
একসাথে ঘুম,একসাথে আম পাড়ার ধুম
একসাথে স্নান,একই সুরে গান
একসাথে ঘুরা,একসাথে ঘরে ফেরা
একসাথে বই না পড়া,এ পাড়া আর ও পাড়া
একসাথে ক্লাস ফাঁকি, ক্যারাম বোটে উঁকি ঝুঁকি
একসাথে চুরি, আম জাম লিচু গুড় আর মুড়ি
একই সিনেমা দেখা, জীবনের স্বপ্ন আঁকা
আর আজ কালের স্রোতে হারিয়ে যাওয়া।
আর কখনও সেদিন আসবে না,আর ফিরে আসবে না ।
এখন সময়ের মূল্য বুঝি,,,,,,,
তখন বুঝতে চাইতাম না।বুঝতে চাইতাম না-
বাবা হাড় ভাঙা কষ্ট করে আমাকে দেওয়া
হাত খরচের সেই সময়ের পাঁচ টাকার মূল্য ।
আজ তার প্রতিটি মুহূর্ত অনুভব করতে পারি
যখন সময় ফুরিয়ে গেছে ।
স্মৃতি কথা : মশিয়াহাটী স্কুল হোস্টেল,,,,,