স্বার্থপর

- রিপন রায়

একটি দিন একটি রাত
ইট পাথর কাঠ আর 
লোহা লক্কড়ে গড়া
বন্ধুসুলভ স্বার্থপর 
একটি শহর ।
মনে পড়ে আজ শুধু 
সে তোমারই মতন।
একই শহর একই পথঘাট 
একই অলিগলি একই দালান
উঁচু নিচু তার পার্থক্য ।
কোথাও তার টিনের চাল
একই মানুষ আলাদা পরস্পর।
গভীর রজনী সবাই সুখ নিদ্রায় 
সাথে তুমিও আমি সাথি বেদনার 
ল্যাম্প পোস্টের বাতিগুলো জ্বলছে 
জ্বলছে তো অ-পলক।
পাহারায় রত বেওয়ারিশ কুকুরগুলো
গন্ধ পচা আবর্জনার স্তূপ 
মনে হয় নিজেকেও।
হাসনাহেনা, বেলিরা দশদিক
ছড়িয়ে ছিটিয়েছে তার সুগন্ধি 
গায়ে মেখে বয়ে যায় মৃদু বাতাস 
গহীন নিস্তব্ধ পরিচ্ছন্ন একটি রাত
একই শহর একই বাতাস
একই সুর একই গান
শুধু তুমি আর শহর স্বার্থপর 
                      -একাকার 
আমি সাথি বেদনার ।


রচনাকাল : ২৪/০৭/২০১৯
প্রকাশকাল: ২৪/০৭/২০১৯