সাদা-কালো মেঘ
রিপন রায়
আকাশ ভরা মেঘ , সাদাসে কালো মেঘ
ঝাড়ো হাওয়া বয় বেতাল গতি বেগ।
মেঘে মেঘে ঘর্ষণ বিদ্যুৎ চমকায়
ঝম ঝম বৃষ্টি , বইছে স্রোত ধারায়-
নীর। মাঝ আঙিনায় তুমি আর আমি
পাশাপাশি দুজনে আরও কাছাকাছি।
ভুজবলে বাহুডোরে জড়িয়েছ তুমি
আমি যে তোমার প্রেমে মুগ্ধ,বেশ আছি।
মনে জাগে ভয় , কি যেন কি হয়ে যায়
শুধু তোমাকে হারাবার ভয় , শয়নে-
স্বপনে সদা জাগরনে ভাবি বিরলে।
তুমি যবে গেলা চলি যম পুরে , জনে-
জনে যাবে চুরি কাঙালের ধন হস্ত-
ভরি। এবে করি জীবন প্রভুস্তে ন্যাস্ত।
রচনাকাল : ১২/০৮/২০০৯
প্রকাশকাল : ০৬/১২/২০১৮