জানি তুমি রাত জাগা পাখি
জেগে থাকা নিরব দুটি আখি।
জানি তুমি আজও জেগে আছ
বসে আছ রাত জাগা অন্ধকারে
বদ্ধ ঘরে।
বাতাশে দোল খাওয়া জানালাটা-
আজ সে নিরব
পাশের বাড়িতে মাড়াইয়ের শব্দ নেই-
নেই আঙিনায় কলরব।
তুমি রাত জাগা পাখি
সেই আমি তোমার-
রাত জাগা দুটি আখি।
জানালার পাশে
কদম্ব গাছে-
বসে থাকা সেই ডাহুক পাখিটা
তার মুখে লেগে আছে দুঃখের ঝাপটা।
বহুদিন বাজেনি বিজন বনে
তোমার কাঙ্কিত কোন এক বাশির সুর
প্রতিটি রাত প্রতিটি ক্ষণে
সেই আগের মত হয়নি সে মধুর।
জানি তুমি রাত জাগা পাখি
আজও ভিজাও দুটি আঁখি।
সেদিন ঘন কুয়াশায়
এক ফোটা শিশির কণা
ঘাসের উপর জমে থাকেনি
একই ডালে বসা দুটি পাখি
চোখে চোখ রাখেনি
আদর করে কাছে ডাকেনি।
জোছনারা ছড়ায়নি আলো
ঘোগরো পোকারা চুপচাপ ছিল।
জানি তুমি রাত জাগা পাখি
সেই তুমি-অামি দুজনার
রাত জাগা দুটি আঁখি-
অপেক্ষায় কাতর ভালোবাসার।।
রচনাকাল ঃ ১২-০৩-২০০৯