দেখুন শুনুন দেশের সাধারণ জনগণ
করছি রাজনীতিকদের গুণ উপস্থাপন
দেশ বড় নয় তাদের কাছে
ক্ষমতাটায় যে আপনজন
আমরা যাদের ভোট দিয়ে
করছি নির্বাচন।
যারা অসত্যের প্রতীক
যারা গরীব দুখীর শোক
টোকাই-রংবাজের গডফাদার
জনসম্মুখে দিনে রাতে করে মার্ডার
প্রতিশ্রুতির করে অপপ্রচারণ।

একপক্ষ ক্ষমতায় গেলে
আর এক পক্ষের বিষ পিঠে চড়ে
খিচুনি ধরে মাথার কেশে।
মাথাটা ঠান্ডা করেন-
অস্ট্রেলিয়া অ্যামেরিকা কিংবা
সৌদি মক্কার পার্লারে বসে।
কোটি টাকা খরচ করেন
ভ্রু-ফিল-আপে
আর কি বলবোরে ভাই
চুলের কলপে।
ভাবছেন বুঝি শেষ!
তবে যে শেষ নয়
ভয়ে - বলছি , বসে চিতায়।
আরও আছে বলবো........ শুনুন...

মন্ত্রী যেয়ে বসে আছেন
সিঙ্গাপুর-ব্যাংককে।
পেটের ব্যাথা হবার নাকি
বছর খানেক আগে।
মন্ত্রীর পাছায় ফোড়া হইছে
চোখে ঢুকছে পোকা।
দাতের পোকা ফেলতে নাকি
বিদেশ যাচ্ছে খোকা।

টেলিভিশনে ভাষণ দেন
চেনা চেনা চেহারা
নায়িকা মৌসুমি নকি
সুস্মিতা সেন , কারিনা ক্যাটরিনা।
চশমা চোখে পরে দেখি
মেক-আপ পরা একটি মেয়ে
ওহ ওহ ওহ সরি (sorry)
ও-যে আমার প্রিয় নেত্রী !
হায়রে কোন রঙে মেতেছে ধরিত্রী ?
আশিতেও নবযৌবনা টলটলে ।

দেশের টাকা দশের টাকা
খাচ্ছে ওরা লুটে পুটে
অসহায় গরীবের হায়রে
অনাহারে দিন কাটে।
......

রচনাকাল : ০৯-০৮-২০১৪