রাজ্যের খোঁজ রাখ কি !
রিপন রায়
তুমি রাজা
রাজ্যের খোঁজ রাখ কি !
তুমি আছ সুখে সুখী
আরাম বিলাসিতায়
সঙ্গে স্ত্রী।
করে তোমায় ষড়যন্ত্র
তোমারই প্রিয় মন্ত্রী
গরিবের হাহাকার পণ্যের মূল্য বৃদ্ধি
সমাজের ধরেছে ঘুণ মহামারী
কারে করবে বিশ্বাস
সেই চাইবে শ্বাস
ডাকো ডাকো এখনই মন্ত্রী ।
মন্ত্রী আসে হাস্য রসিকতায়
মহাপতিরে হাসায় ছলনায়
গোপনে চলে কূট-কৌশল
প্রজারা করে কানাকানি
রাজ্যে প্রবেশ করেছে শনি
দেখে বিশ্ব যেন বিহ্বল ।
রাজ্যে শান্তি নেই, নেই ঐকতান
যদি ঘরের শত্রু হয় বিভীষণ।
রাজ্যের রাজা মনে করি জ্ঞান
তুমি রাজা হও সদা জাগ্রত
প্রাণদাতা তুমি না হও অচেতন
তুমি নও ভীরু কাপুরুষ অবনত।
রচনাকাল :: ৩১/০১/২০১৩