পৃথিবী আমাকে আর রাখে না খোঁজ
ডাকে না কোকিলের মিষ্টি মধুর সুরে
দেখায় না রং বেরঙের
হরেক রকমের স্বপ্ন ।
পৃথিবীর বুকে কান্নাও যেন আজ
আমার হয়ে গেছে মানা,
না হয় কোথাও তাই ব্যাথার প্রকাশ ।

তুমি আজ সুখে নবগগনে
সুখ বসন্ত তোমার চুলের খোপায়
আঁধারেরে দেখো পূর্ণিমার চাঁদ ।
গভীর নিশিতে  পাশাপাশি দুজনে
বকুলের গন্ধে ভরে উঠেছে মন
প্রিয়তম স্বরে গেয়ে যাও তাই গান।
তোমার ঘরে এখন সুখ -
                      আসে বারে বারে ,
বলে তাই দখিনা বাতাসে ।
আমার ঘরে আসেনা সেতো
আসেনা মৃদু মন্দ বাতাসি।
আমার দেওয়া সিধুর মুছে গেছে আজ
                   ওই নতুন হাতের ছোঁয়ায়
শাখাজোড়া ভেঙে হয়েছে গুড়ো গুড়ো
কে জানে শঙ্খটা কোথায় ।
হয়ে গেছি যে আজ আমি চুপচাপ
ছুড়ে ফেলে দিলে বাসি ফুলের মত।
পৃথিবীর বুকে পেয়ে গেছি পুরস্কার
সেতো তোমার দেওয়া অভিশাপ ।

রচনাকাল : ২৪/০৭/২০১৯
প্রকাশকাল:২৫/০৭/২০১৯