ঐ নির্মলা যায় বেথুন বনে
অষ্টসখি সঙ্গে লয়ে
পূব গগনে ঊষা বরনে
নব পল্লবে প্রস্ফুটিত
জুঁই চাপা টগর কামিনী
ভূইচাপা বেলি কলমী রানী
কুঞ্জে কুঞ্জে সুরভিত করে তোলে
আকুল করে এ মন।

চড়ুই, পেঁচা, শালিক, টিয়া
ম্যাকাও আর বুনোহাঁস গুলি
নিজ্ স্বরে করে মুখরিত
পালাগানে ক্রমে অবারিত ।
সখিগনে সব ফুলে ফুলে
সাজায়। করে যত আয়োজন ।

পরম পুরুষ আজ আসবে
নির্মলা হৃদে
সিংহের গর্জনে সূর্যসম
শক্তি নিয়ে ।
সকল বাঁধা শক্তি আজ নিস্তেজ
হবে। হবে শশ্মানের চিতা ভস্ম ছাই
নির্মলা প্রকৃতি প্রেম গুনে
উত্তাল সাগর ঢেউয়ের পর ঢেউ
চারিদিক উপছে পড়ে জল
নির্মলা প্রাণপুরুষ
                  প্রেমালিঙ্গনে।।