আমি হলাম বনের পাখি
ফলমুল খেয়ে বেঁচে থাকি
গাইতে পারি সুখ দুঃখের গান।
আমাজান বনে আমার স্থান
কেউ বলে আমি ম্যাকাউ পাখি,
তাইতো আমি এদেশে থাকি
গান গাই মধুর সুরে
তাইতো সবায় ভালোবাসে।
লাল নীল অনেক পাখি
আমরা সবাই বনে থাকি।
সবাই বলে পাখি পাখি
তাইতো আমি উড়ে আসি।
যদি কেউ ডাকে আমায়
ডাক শুনি তারই ভাষায়।
কালো কালো চোখের তারায়
তারা খুঁজে পায় আমায়।
রচনাকাল ঃ ১২-০১-২০০৫
স্থান ঃ মশিয়াহাটি,অভয়নগর।