কে দেখিল মোরে ভিজাইয়া ডোরে
আয়নায় বাধিয়া চোখ
কে ডাকিল মোরে অভাগীনির স্বরে
করুনায় মাখা মুখ।
আধো খোলা চুলে শ্রীনদীর কূলে
বসিয়া চিন্তনে
ঘরে ফিরে একা চিত্রপটে আঁকা
বিব্রত বসনে।
বাসরি সাজাইয়া থাকে একা বসিয়া
স্বজন প্রতিক্ষনে
জানালায় বসিয়া দেখে সে চাহিয়া
অপলক নয়নে।
ডাহুক যায় ডেকে করুন স্বরে ভেকে
অন্তরে বিধে সেল্
কত মাখামাখি করুন সুরে ডাকি
স্পর্শকাতর দেল্।
কোন সে অভাগীনি ধরিয়া রজনী
করে হায় হায়
কোন সে তরনী না করে চালনি
মরি জীবদ্দশায়।
রচনার তারিখ ঃ ০৬-০২-২০১৩
স্থান ঃ যশোর