মাগো তোমার দুষ্টু ছেলে
করছে খেলা
তুমি আর বোকনা আর বোকনা
কাটলে বেলা।
যেথায় থাকনা আসবে ফিরে
তোমার বুকে
সে যে জন্ম হেথায়, জন্ম হেথায়
বাংলার বুকে।
আর বোকনা আর বোকনা
কাটলে বেলা
সে যে সঙ্গি পেলে পড়া ফেলে
করে খেলা।
রৌদ্র দাহে বৃষ্টি ঝড়ে
কাটলে বেলা
মাগো তুমি মনে মনে
কতই আশা কর দিনে
মানত কর ঈশ্বর জ্ঞানে
বড় একদিন হবেই হবে
তোমার ছেলে গড়বে বিশ্ব
সকল মিথ্যা আর অসত্যেরে করে নিঃস্ব।

                               রচনা ঃ ০৫-০২-২০১৪ ইং
                                               যশোর