২৫-শে মার্চ কালরাত
কত মা-বোন হারাল ইজ্জত
কেড়ে নিল জীবন লুটতোরাজের দল।
অস্ত্র হাতে এক বুনো দল
ঝাপিয়ে পড়ে নিরস্ত্র নিরীহ
বাঙালীর উপর।
মেঘলা অাকাশ আচ্ছন্ন অন্ধকার
লক্ষ বাঙালীর রক্তে
উদিত হল রক্তিম সূর্য।
পাহাড়ি ঝর্ণায় নামল ঢল
সন্তান হারা মায়ের চোখের জল
ঘাসের উপর শিশির বিন্দু
চেনা আজ সব অচিন সিন্ধু।
রক্ত মাখা শাড়ির আচল
রক্তে ভরা গঙ্গার জল।
বাংলার নিরীহ মানুষ সেদিন
লাশ হয়ে গেল আধারে
কেড়ে নিল জীবন জল
পাক-বুনো শুকরের দল।
গোটা কয়েক পুলিশ
বন্দুক হাতে
রুখে দাড়াল পাতে পাতে
হলো কতক শহিদ।
তবুও থামেনি সেদিন
বাংলা মায়ের সন্তান
বাংলার বীর সন্তান।
তারিখ : ০৮-০৩-২০০৯
রবিবার
গাবরডাঙ্গা