এ জগৎ মাঝারে বুঝি
হলনা মোর ঠাই
তাই চলে যেতে হবে
আজ এ অবেলায়।
কত আশা ছিল বুকে
আশাহত আজ হৃদয়।
বিদীর্ণ বাদর - ভাদরে মোরে
মুড়িয়া মাড়ায়।
কলকাকলি কন্ঠে
কুহক ডাকে সে বনে
সকল সাধ মিটে যায়
আজ চুপি চুপি -
ক্ষনে ক্ষনে।
কি সাপে দংশিল মোরে
বুকের ভীতর থরে থরে
এ বিষ জালা আর সইতে না’রি
নয়ন মাঝে আন্ধার নামে
এই বুঝি।
নব বধু জালে সাঁঝের বাতি
প্রতি ঘরে ঘরে
আমারও যে ইচ্ছে করে
যদি না রাখো মোরে ভবপরে
মন মোর মন মাঝি
উঠাইয়া লও এক্ষনি
তোমারই ঝাড়ে।
এসেছিলাম ভবপরে
করেছিলাম তোমায় অঙ্গিকার
কর্ম ফলে মর্ত্য ত্যাগ
নাহিক জোরদার।
সুখের নিলয় ছেড়ে মোর
যেতে ফাঁটে বুক।
এত ধন-জন-স্নেহ-প্রীতি
পাব কি আর কোথাও এমন সুখ।
মোরে জড়ায় ধরে কাঁদিছে
কতনা স্বজন মা-বাপে
মৃত্যু যন্ত্রনা ভুগছে পৃথিবীশুদ্ধ
আজ আমারই বিলাপে।
ওঝার মন্ত্র-তন্ত্র হরেছে
মরণেরও পায়
একে একে সবাই ফিরেছে
গৃহ ধায়।
আমার এপারে হলনা সাঙ্গ
ওপারেও নায়-
ক্ষমা করো মোরে প্রভু
চরণে দিও ঠাঁই।।
তারিখ : ১৩/০৭/২০০৯
স্থান : গাবরডাঙ্গা