মধুর গোধুলী হুলাহুলিতে কুসুমাসার
বিপিনে-মন্দিরে-সৌর অংশুনমি আর-
নীলাম্বরে উড্ডয়ন শুধাংশু
হৃষ্টমতি বিদায় মানস সরসে অংশু
তিমির গর্ভে আভাসিত বিম্বধারা
সে, নায়কী রাজেন্দ্রাণী সৌরভে রত্নহারা
প্রবাহিনী বীচিরবে করে জোস্নালোকিত
পুত সিমন্তে সিদুর, করে পুলকিত
স্বামী সোহাগে যেমতি সোহাগীনি
স্বরণে ইচ্ছি বরিতে সেমতি স্বজনি
কান্তা হেমাঙ্গি উদাস নয়ন ভরি
প্রভঞ্জন বলে অত্রস্ত লালসপূর্ণ গুঞ্জরী
কনক উদয়াচলে সুবদনে দেখি বিধুমুখী
সাধিবারে ইচ্ছি ইন্দীবর উন্মীলি আঁখি
বসধা কামিনী ভেটিব বসন্তে সরসী
তারাময়ী নীলাম্বরে বসি দোঁহে আরসী।।
তারিখ :- ০৪/০৮/২০০৯