আমার ভাগ্নি আমাকে এসে বলছে-বাবু আমাকে এত বকা বকলো তুমি কিছু বল্লেনা যে! আমি প্রতি উত্তরে বল্লাম............
আমি হলাম পরগাছা
আমার বলার নেই কোনো ভাষা
জল করি রাগ মনে।
তোমার প্রিয় বাবা
কারণে অকারণে ক্ষ্যাপা
বোধ থাকেওনা জ্ঞ্যানে।
সার্থবাদী পুরুষ সেতো
সার্থের নেশায় ঘোরে
মিষ্টি মুখে সবার সাথে
যেন সতীন আপন ঘরে।
আমি বোকা ঘরে একা
ছিটকিনি দিয়ে দ্বারে
তোমার বাবা আসলে বাড়ি
কানে বান্ধি গিরে।
কি বলে তার শুনিনা কিছু
আওয়াজ শুধু বাজে
ভাষার ব্যাবহার সব অপব্যাবহার
হাতের ব্যাবহার মোর লাজে।
শিক্ষায় দীক্ষায় আছে ঢের
তারও অধিক জ্ঞ্যানে বুদ্ধি
তবু যেন ফাঁকা রহে
বাকি অন্তর পরিশুদ্ধির।
ভাগ্নি আমার শোনো এবার
বলি তোমার সাথে
হাজার কষ্ট এই হৃদয়ে
বালিশ ভিজায় রাতে।
বলবার সাথি আন্ধার গাছি
শোনে আন্ধার মাসি
যুক্তি সানায় মন, শশ্মান ঘাটে
যেন গলায় বান্ধি ফাঁসি।
তারিখ : - ০৭/০২/২০১৫
বার :- শনিবার
সময় : - রাত-১০ঃ৩০ মিনিট।