তুমি করেছো মোরে
ভিখারী ওরে-
তোমারী প্রেম বাঞ্চনায়।
আমি থাকি যে হেথা
ঠেকায় মাথা-
না ফিরাইও বঞ্চনায়।
আমি বাংলার জলে
বাংলা মায়ের কোলে
জন্মীবো বার বার।
আমি বাংলার কুলে
বাংলা মায়ের ছেলে
সার্থক জনম আমার।
কত ফুল ফল
করেছো দান জল
এই বাংলা বুকে।
কত সুখ শান্তি
মাঠ ঘাট ধু-ধু ক্লান্তি
এই বাংলার বুকে।
আমি ভিখারী সেজে
থাকিব ঘরে
না হইবো পর।
আমি তোমারই মাঝে
রাখিব ধরে-
না হইবো আপনার।
হিয়ার মাঝে হিয়ারে না রাখিব
করিবো তোমায় আপন
ভিখারী বেসে ভিখারী সাজিবো
করিব তোমায় পূজন।
হায়-
প্রকৃতি মোর
কেড়েছে ডোর
এই বাংলার বুকে।
তাং-০৬/০২/২০১৩
বুধবার