তুমি খেপেছো তো
আমি তেড়েছি
আমরা নইতো চদুরবাঙাল।
আমরা মানুষ
বাংলার বাঙালি
নইতো বৃটিশি কাঙালি।
চাঁদনী রাত দাওয়ায় বসে
শুনেছি সব পূর্বপুরুষে
যত পেরেছো নীল চষেছো
নীরীহ বাঙালির পিঠে।
এখন আসোতো দেখি-
পাঞ্জা নেব কেটে।
আমার খাওয়া থালের তলা
খাওয়াবো তোমায় চাটে।
ভিক্ষা করাবো বাংলার মায়ের
প্রতিটি বাটে বাটে।
০৫-০২-২০১৫
বৃহঃষ্পতি