তুমি হিন্দুর ছেলে নিন্দুক সেজে
মুখে পরেছো দাড়ি।
কাকতাড়ুয়া সেজে তুমি
উ্‌লটো টানছো বিড়ি।
টিক্কি ছেটে মিছে মিছে
মাথায় পরছো টুপি।
জপের থলে ছুড়ে ফেলে
হাতে ধরেছো পুথি ।
ধুতি ছেড়ে থামি পরেছো
করেছো অঙ্গছেদ।
মানব ধর্ম ছেড়ে তুমি
করেছো ধর্ম ভেদ।
আমি বলি ওহে অতুষ্ট
তোমাতে যে তুমি নও সন্তুুষ্ট
ধর্মটাই তোমার মিছে।
খাচ্ছ দাচ্ছ ঘুরছো ফিরছো
পরপারের চিন্তা কেন না করছো
জীবনটাই তোমার বোল আনা মিছে।
চিরকালের মহাসুখ
সনাতনে ভরা।
দুঃখ যত ইসলামেতে
আছে যত জ্বরা।

(এই লেখাতে আমার কোনো দোষ নেই )