ভয় নেই, ভয় নেই, ভয় নেই আর
আমি যে এসে গেছি দ্বার প্রান্তে সখি-
আজ তুমি উন্মুক্ত, স্বাধীন সত্বার অধিকারী
ভয় নেই, ভয় নেই তুমি সাজাও-
শত রঙে আবীরাবেশে পুষ্পকাননে
খেলো শত খেলা প্রেমশৃঙ্খলনে।
আসুক আসুক যত দুঃসপ্নের চরিত্র
কন্ঠকাকীর্ণ পথ। নেশাচারীর দল।
বজ্র কন্ঠের অধিকারী আমি
আসুক আসুক শত কংস-রাবন
অগ্নিঝরা দেহে তা করিব সংবরণ।
আমি জেনেছি, শুনেছি, দেখেছি
আমি আজ বুজেছি গণতন্ত্র।
কে রুধিবে আমাকে আজ,
কোন সে কুমন্ত্র।
কে করিবে হরণ
আমার বাংলা মায়ের জুড়োন
করিব নিমিশে তার নির্বংশ।
আমি থু-থুু দেই বিদেশিতে যত-
চামার-চুমার।
আমি ঘৃণা করি বিদেশিতে শত-
দালাল-ফালাল।
আসুক আসুক যত আছে-
কুৎসা রটনাকারী, সন্ত্রাসী,
অগণতান্ত্রীক মূর্খের দল।
যত প্রকারে করুকনা ষড়যন্ত্র
আমি করি তব তাহে তুচ্ছ জ্ঞান
আমি যে নিজেই এক গণতন্ত্র।
রচনাকাল ঃ ১৩/০৫/২০১৫