সজনীগো জাগো দু-নয়নে
এই হৃদয়ে শয়নে স্বপনে
নিশীতে যদি না পাই দেখা
মরিব আমি মরনে।
তোমারই চোখে দেখেছি আমি
বাংলার মুখ
তোমার পরশে পেয়েছি আমি
বাংলার সুখ।
সবুজ ঘাসের চাদর
অঙ্গে জড়িয়ে
আনন্দে ভরি এ বুক।
আকাশ বাতাসে সুন্দর সকালে
হও যদি তুমি শিশির
পদ্মা-মেঘনা-গঙ্গা-যমুনা
আমি হই তোমার নীর।
সুন্দর শ্যামল সবুজ অরন্যে
হও যদি তুমি পাখি
তোমার গানের সুরে আমি
হব সুরারাখি।
সজনীগো,
আমি তোমায় ভালোবসি
আমার বাংলা ভালোবাসি
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।
রচনাকাল ঃ ১১-০৪-২০০৯ (শনিবার)