ওরে নেত্রী তুই-
ঘরে দিয়ে তালা
করেছিস কান কালা
মনের দুয়ারে বেধেছিস খিল।
ভাত দে কাজ দে এই স্লোগানে
চেয়ে দেখ বাহির পানে
বিক্ষোভে ফাটে নগর বিল।
তোর চোখে কি আসেনা বর্ষণ ?
যদি করে থাকিস মাতৃভূমে জ্ঞান।
তুই নিঠুর - নির্দয়া বিবেক বর্জিত
তোর চোখ থাকতেও তুই অজ্ঞান।
তোর কি আসেনা স্মরণ
বায়ান্ন-একাত্তরের অর্জন
বাংলা মায়ের দামাল ছেলে
বলিষ্ঠ দেহে বলিয়ান-
তেজে তেজোদীপ্ত
আছে তাতে অধিক গর্জন।
ওরে নেত্রী-
আমি বলি সময় থাকতে শোন্
তোর ওই কুচক্রি পথ-ঠথ
তুই এক্ষুনি কর বর্জন
তুই এক্ষুনি কর বর্জন।
রচনাকাল ঃ ০৪-০২-২০১৫ (বুধবার)