কত আর কত জলবে পুড়বে-
দেশ, সহিংসতার আগুনে ?
দয়া করো-দয়া করো হে প্রভূ
জাগ্রত করো বিবেক দুরাচারী জনে।
জালাও পোড়াও করে
ধ্বংস করছে যারা বঙ্গভূমি
তব ঘৃণাক্ষরে প্রত্যাখ্যান করি
জাগ্রত করো বিবেক তাহে তুমি।
চারিদিকে রক্ত-রক্ত শুধু রক্ত
বয়ে চলে বন্যা স্রোতে
অট্টালিকা বসে সুরাপানে মত্ত-হায়
কত অসহায় মা-বোন যায় কেঁদে।
চারিদিকে লাশ লাশের সমারোহ
বাংলা সে যেনো আজ একটি বধ্যভূমি
প্রর্থনা মাগি এ ধরাধামে
রক্ষা করো গরীব-দুঃখী-অসহায়রে
হে অন্তর্যামী।
আর কত মায়ের বুক করবে খালি
কেড়ে নেবে সুখ চোখের জেলে
কবে কখন ঘুচবে ক্ষমতার মোহ
সবকিছু কি নিঃশেষ করে-
চিতার অনলে ?
বন্ধ করাে বন্ধ করো বিভূ
ক্ষমতার এ লড়াই-বড়াই
সুখ দাও শান্তি দাও-হে
আমার শান্তি প্রিয় বাংলায়।
রচনাকাল ঃ ২৮-০১-২০১৫ (বুধবার)