তোঁরা আগে ওদের ধর
ওরা বাংলার রাজাকার
ওরা পাকিস্তানের দোসর
ওদের মত হয়না আর নিষ্ঠুর।
ওদের মধ্যে নেই মনুষ্যত্ব
ওরা বাংলার বেপথ্য
ওদের নেই জননী জন্ম লগ্ন
বাংলার বুকেে
এই বাংলার বুকে
ওরা জরা-মৃত্যু-ব্যাধি-ভগ্ন।
এই বাংলার মাটি পুত
খাঁটি সোনার মত
এই বাংলা মায়ের সন্তান
বীর মহৎ আর মহান
গড়ে তোলে বেঁচে থাকার অধিকার
এরা মানুষে মানুষে ভালোবাসায় বিভোর
আউল-বাউল,হাসন-লালন
জারি-সারি,ভাটিয়ালি
সুরছন্দে ভরপুর।
যারা নিঃস্ব করে বাংলার জ্ঞান
পরের ধনে ধনী হওয়া যাদের ধ্যান,
যারা বাংলা করেছে ছারখার
তোঁঁরা অাগে ওদের ধর
তোঁঁরা অাগে ওদের ধর।
রচনাকাল ঃ ৩০-০১-২০১৩ (বুধবার)