লেখা জানেনা পড়া জানেনা
হাবু হয় বাবু।
জর নাই জারি নাই
নিরা হয় কাবু।
ছালা নাই বস্তা নাই
নারানের মাথায় টাক।
উচিত কথা কতি গিলি
গোপালের হয় রাগ।
রাগের মাথায় গোপাল পাড়ে
নারকেল গাছের ডাব
গরম কালে নারান পড়ে
গায়ে দিয়ে ল্যাপ।
পুকুর পাড়ে বদনা হাতে
নিরা পড়ে বই
চাঁদের পানে চেয়ে হাবু
পায়ের নিচে মই।
রচনাকাল : (১২/১০/২০০৪)