যত সুখ আর যত শান্তি
মাঠ ঘাট ধু-ধু ক্লান্তি
তুমি যেথায় খুঁজে বেড়াও
পাবেনা কোথাও
পাবে শুধু এই আমার-
বাঙলাদেশে,
আমার শান্তির দেশে।
খুঁজে পাবে হেথায়
জসীমউদ্দীনের নকশী কাথার মাঠ,
আরও আছে যা সূজন বাদিয়ার ঘাট।
রাখাল বালকের বাঁশির সুরে
মাঠে মাঠে ধেনু চরে।
তপ্ত রোদে বৃষ্টি ঝড়ে
ব্যাস্ত কৃষানী ঘরে ভারে।
তরী বেয়ে চলে মাঝি
খেয়া পারাপারে।
একতারা হাতে বাউল বাজায়
বাঙলারই গানে গানে
স্নেহ আর মায়া মমতা
আছে বাঙালির মনে প্রাণে।
আছে জারি-সারি-ভাটিয়ালী
নজরুলের ঝিলিমিলি।
চাঁদনী রাতে দাওয়ায় বসে
আড্ডায় মাতে স্বজন মাঝে
মাতৃগঙ্গা মাতৃবেশে
গান হল সোনার বাঙলা
সৃষ্টি সুখের উল্লাসে। (০৮/০৩/২০০৯)রবিবার