পশ্চিমের চরের উপর
আছে মোর সোনার ঘর
খেয়া পারাপারে।
আকাশ জুড়ে কালো মেঘ
দমকা হাওয়ার গতি বেগ
ধরা দেয় শরীর কম্পন
ভীরুতা বারে বারে
শাপলার জলের হাসপাখি গুলো
দলে দলে যায় উড়ে
ধানসিড়ি নদীর তীরে
সাদা বকের পাকনা জুড়ে
যায় আঁখি যায় উড়ে।
গহীন বনে শোকের ছায়া
শুকনো পাতা মরমরে
পাহাড়ি ঝর্ণা বহে স্রোতধারা
উপছে পড়ে দুকুল।
মনে জাগে আশঙ্কা
ভেবে মন আকুল।
সোনার ফসলখানি মোর
উঠবে না কি সোনার ঘরে !
বিভু কি দশা হবে আমার
সুযোগ নেই শনিবার তারার
গগন জুড়ে, আনাগোনা করে মেঘ
শুনতে পাই যে কাজরী
বলো কি সুখ পাওয়া মোর
সোনার ফসলখানি দলে
পায়ে পরা খঞ্জরী।
করে বারে ডাকাডাকি
করিছে মন সোনার পাখি
তরী ভিড়ায়ে
খেয়া পারাপারে।
রচনার তাং- 29/07/2009