“মরনকালে আসিস যদি”
        রিপন রায়

এত দুঃখ দিলি বন্ধু
সইবো আমি কেমন করেে।
একটি বারে বুঝলিনারে তুই
ভালোবাসি কত তোরে।

কথা ছিল দুজনাতে
হইবোরে মিলন।
সুখের আশায় ছাড়লি আমায়
দুঃখে ভাসে দু’নয়ন।
এখন আমি কেমনে থাকি
কেমনে কাটাই দিন।
স্বপনে আমি দেখি তোরে
কেমনে বোঝাই মনটারে।

মরনকালে আসিস যদি
ছুয়ে দিস দুটি নয়ন।
পরজনমে চাইবো তোরে
তুই আমার আপনজন।
কেমন করে বোঝাই তোরে
বোঝেনা আমার এ মন,
বোঝেনা সে বোঝেনারে
বোঝেনা  পোড়ামন।।


রচনাকাল : ১০/০৩/২০১৯
রচনার সময় : ০৪ : ০৮ মিনিট (দিন) > যশোর বেজপাড়া।
প্রকাশকাল :১১/০৩/২০১৯ > যশোর বেজপাড়া।