কোন কাননে হায়
আমার পরাণ ছুটে যায়
কে ডাকে কে ডাকে
মধুর সুরে বাঁশির সুরে
আহা আহা হা.......।


সখি তোরা আয়রে নিয়ে
কোন কাননে যায় বাজিয়ে
ওই পরাণ কাড়া
পোড়া বাঁশির সুর
আমি পারিনা পারিনা
থাকতে আর ঘরেতে।


সখি তোরা প্রাণ বন্ধুরে
আয়রে নিয়ে আমার ঘরে
নয়ন ভরে দেখবো তারে
প্রাণ জোড়াবো আলিঙ্গনে
তোরা যা তোরা যা
সখি তোরা যা।


সখি তোরা বলিস তারে
যদি সে আসতে নারে
রাত পোহাবো কুঞ্জবনে
আচল পেতে থাকব  বসে
প্রাণ বন্ধুয়ার দর্শনে।
তোরা যা তোরা যা
সখি তোরা যা।

সখি তোরা বলিস তারে
যদি সে তাও নাহি পারে
আসে যেন স্বপন ঘরে
একবার হায় একবার
দেখবো তারে নয়ন ভরে
তা না হলে পরাণ যাবে
যাবেরে ওই বিষপানে
তোরা যা তোরা যা
সখি তোরা যা
পারিনা আর থাকতে
ঘরেতে............।


              রচনাকাল : ০৩/০১/২০১৬
             প্রকাশকাল : ২৯/১১/২০১৮
                           ( যশোর )