পদ্ম পুকুরের জল
      রিপন রায়

তুমি যখন পশ্চিমের বারান্দায়
আমি তখন দখিনা বাতাসে।
মুচকি হেসে যখন তুমি তাকাও
আমি ভাবছি এই তো  প্রেমের শুরু ।
কলমি ফুলে ছেয়ে গেছে-
তোমার চুলের খোঁপা
আমি তখন চাঁদনি রাতে
পদ্ম পুকুরের জল।
নুপুর পায়ে রিনিক ঝিনিক
চলছো আঁকাবাঁকা
আমার বুকে বইছে প্রেমের ঝড়।
তুমি চারুলতা তুমি চন্দ্রাবতী
আমি ভাবছি নাটোরের বনলতা সেন ।
জোছনা রাতে জোছনা পোকারা
যখন মিটিমিটি করে আলো জালে
আমি দেখছি চুপটি করে এসে
তুমি আদর করে চুমু দিচ্ছো আমার গালে।
তুমি যখন মেঘলা আকাশ বৃষ্টিস্নাত রাতে
জানালার ধারে আপন মনে বসে
আমি তখন বিকেল বেলা কাশবনে
ফুলের গন্ধ মাখি সেই দখিনা বাতাসে ।

রচনাকাল: ০৩/১০/২০১৯