উড়ছে ঝেঝি হেলছে মাঝি
নায় উড়িয়ে পাল
ঢেউয়ের তালে নাওর চলে
নাচছে শতদল।।
বাঁশি বাজে মন ঝাঝে
গাইছে বাউল গান
এন আনন্দে নিরানন্দে
নাচছে পাটাতন।।
গগণ জুড়ে চলছে উড়ে
কালা মেঘের ফেনা
কাটা ধানে শংসয় মনে
করবে কি সে হানা।।
জোরে সোরে কৃষক তোড়ে
কাটছে জমিন ধান
সুখে দুখে মহাসুখে
কৃষকের হয় স্নান।।
গায়ের ছেলে চলছে গুলে
মিষ্টি মাখা মুখ
তাই দেখে মায়ের চোখের
জলে ভরে বুক।।
ঘাটে ঘাটে পাটে পাটে
মাঝি করে খেয়া পার
জগৎটাকে এমন করে
শুনি, কে করবেন পার ?
রচনাকাল :: ০৮/১০/২০১০
প্রকাশকাল :: ২০/১১/২০১৮
(যশোর)