রাত আমার বড়ই ভালো লাগে
ব্যথা ভরা হৃদয় নিয়ে
দূর আকাশের একাকি শশি
যেমন, আমি ধরার বুকে নির্জন নিরালায়
দুজনই সমান সমান
কলঙ্কের কালী মেখে ।
জলের ঢেউ বাতাস বয়ে নিয়ে আসে
শুনি তাতে পড়শির কান্নার শব্দ
মরণ আমার ভালো লেগেছিল বড়
মরণ করেছে তারে ধন্য ।
আমি এখন খুব ভালোবাসি আঁধার
তাই আঁধারেরে করেছি সখা।
বনের পাতারা সব গেয়ে যায় গান
নিঃস্বঙ্গ প্রিয় গান
কুলে একা বসে আছি
বুকে বয়ে যায় বান।
নদীর ওপারে হেটে হেটে
গেয়ে যায় প্রিয় গান
পাজর ভেঙে গেছে সে যে
পাবো কী তার আর দর্শন !
আমি আজ ভালোবাসি নিশি
শিশির ভেজা ঘাসে হাটতে
বৈঠা ফেলে নৌকা ছেড়া পালে
মাঝ নদীতে একা ভাঁসতে।
অাপনারে বড় ভালোবাসি আজ
পেরেছি তোমার দেয়া সব ব্যাথা সইতে
শিখে গছি অবহেলার প্রতি
সুখ দুঃখের গান গাইতে।
রচনাকাল : ২২/০৩/২০১৯
রচনার সময় : ১ : ৫২ মিনিট (রাত) > যশোর বেজপাড়া।
প্রকাশকাল :২৪/০৩/২০১৯ > যশোর বেজপাড়া।