নীল সমুদ্রের সোপান
রিপন রায়
ভেবেছিলাম তোমার ভালবাসার স্পর্শ কাতরতা ভুলে যাবো
যেখানে নীল সমুদ্রের সোপান এসে মিশে গেছে
আমার দিনের শুরু হবে ভেবে নিয়ে ছিলাম
সেই নীল দরিয়ার তীর ঘেসে।
পাহাড়ের কোল ঘেসে ধীর পায়ে নেমে গেছে
ঝরণা ধারা রমনীর এলো কেশে
দখিনা বাতাসে পত্রমিতার বেশে
সে আমার ভাবনার ভালবাসার উদ্দাম উচ্ছাস।
শঙ্খচীল হয়ে বারে বারে ভেসে আসে
ডানায় মেলে হাজার বছরের স্বপ্ন
গল্প, কবিতা,গান বা কল্পনাও নয়
আমার এ প্রেম যেন তোমার ভালবাসায় নিমগ্ন।
চোখ জুড়ে ঘুম আসে আমি ঘুমে আচ্ছন্ন
তোমার শরীরের গন্ধ নুপুরের ধ্বনি
আমার সমস্ত শরীর শিহরিত করে
তোমার গান শুনি ভাসা ভাসা জলে ঢেউয়ের কলধ্বনি।
ভুলতে পারিনি, আমি কেন! পৃথিবী প্রান্তে কেউ
কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের সরু পথ ধরে
চুপি চুপি পায়ে নিরবে নির্জনে
আজও তুমি আমার ছায়া সঙ্গি হয়ে রবে।
রচনাকাল :- ২৬-০৪-২০২২ ইং
সময় :- ২:৩৪ দুপুর
স্থান :- যশোর ইনস্টিটিউট,যশোর।