নাহি মানুষে বিশ্বাস
রিপন রায়
নাহি মানুষে বিশ্বাস
শত্রু শ্বাসে প্রশ্বাস
মরিতে হবে একদিন ।
এই ভুবনময়ী খেলা
আনন্দ বাজার মেলা
শেষ হবে যেদিন ।
আসা আর যাওয়া সার
কর্ম কি করেছ
ভেবে দেখরে মন
ভেবে কি দেখেছো।
আম জাম লতাপাতা
বৃক্ষ তার সব দিয়েছে দান
তুমি কি করেছ ধরায়
কি করেছো তার প্রতিদান ।
ভবের এই মায়ার মাঝে
লোভ লালসার মোহে
বিভুতির অঙ্গীকার ভুলে গেছ তুমি
যতই দেখ আর
ততটাই পেতে চাওয়া
ষড়রিপুতে ফেঁসে গেছি আমি ।
অর্থ বিত্ত দামি গাড়ি
কি হবে বলো আলিসান বাড়ি
যদি না পারো ধরে রাখতে
তোমার হাজার পরিশ্রম
মিশে হবে মাটি
কেউ তো যাবে না, কিছু সাথে।
বড় সাধ ছিল আমার
করিব বিলাস বহুল অট্টালিকা
রাজপ্রাসাদ সম থাকবে পরিচারিকা
না করিলাম নিজ নিজ কর্ম
কি দেবো তার কৈফিয়ত
রাজ হাসরে যেদিন পড়বে তলব।
দুনিয়ার মাঝে যত তুমি
করে যাবে দান খয়রাত
স্বর্গ নরক দেখতে পাবে তুমি
বাহবা পাবে তুমি বাড়বে বিত্ত বৈভব ।
ওরে অবুঝ মন অধম মানুষের মাঝে
একটু করো জ্ঞান দান।
কত সুখ স্মৃতি টেনে দিয়ে ইতি
ছেড়ে যেতে হবে চলে এই সুন্দর ভুবন
আর কি পাবো রে বলো হে প্রভু
পাবো কি আর কভু এমন মানব জনম
বলো হে প্রভু এমন মানব জনম ।