মৃত্যুর মিছিলে
রিপন রায়
জনকোলাহলপূর্ণ ব্যস্তময় গোটা বিশ্ব আজ
মৃত্যুর মিছিলে সরব হয়ে উঠেছে ।
কত মায়ের কোল খালি হয়ে গেল
আরো কত মানুষ আগে পিছে ।
শান্ত শ্যামল সুনিবিড় গ্রামখানি
ছায়াশীতল দেবদারু বন সেও আজ গৃহবন্দি ।
না তুমি মানুষ, হাতি, বাঘ আর ভাল্লুক
না তুমি প্রত্যক্ষ চাক্ষুষ দৃশ্যমান।
তোমার পদার্পণে বিশ্ব আজ শঙ্কিত
ভয়ে ভীত, আর কতো আছে মনে সন্ধি!
শহর নগরে নেই কোনো শব্দ দূষণ
চোর ডাকাতের আতঙ্ক শূন্যের কোঠায়
তবুও মানুষ ঘর ছেড়ে বাহির পানে চায়।
ক্ষুধার তাড়নায় কে থাকতে চায় বন্দিদশায়!
শত অহংকার শত দাম্ভিকতা ভেঙে গুড়ে,
ধনী গরিবের করেছে সমান করোনায়।
তুমি বড় অভিমানী এতটাই করেছ জেধ্
কি চাও বলো ততটাই নিও তুমি
শুধু ক্ষমা করে দিয়ে যাও নিষ্পাপ প্রাণ।
এত ধন জন স্নেহ প্রীতি ধরা ধরাধামে
সবটাই যেন আজ তার মিছে।
..............》অপেক্ষা করুন বাকি অংশ আসছে।
রচনাকাল : ০৩/০৪/২০২০