মহাকালের প্রবহমান স্রোতে
রিপন রায়
আমার এ কান্না যদি না পায় ঠাই
প্রভু তোমার ওই চরণে।
কি দিয়ে বোঝাবো মম মন-প্রাণ
মন বোঝেনা বারনে-অকারনে।
ঐশিকের চেতনায় জাগ্রত যত মহাসুখ
আজ পৃথিবী প্রান্তে ম্লান-বেদনায় বিধুর
সবলে-স্বদলে চালিত দেহ মন।
অবুজ অনুজে পোড়ে মন নিঃসঙ্গ শূণ্যতায়
কেঁপে ওঠে বিশ্ব ব্রহ্মান্ড, কেঁপে ওঠে হৃদস্পন্দ।
ঐশিকের পদচারণায় নিষ্পৃহ কেন আজকাল ?
নির্জনে নিভৃতে সবাসনে সোনা দেহ
জনমের তরে ছেড়ে গেল প্রাণ পাখি।
শূণ্য এ ভিটায় পোড়া মোর গেহ
সঙ্গি স্বজন সবে কেঁদে ফেরে আঁখি।।
কি মহাপাপ ছিল যত মোর
সুখের বসতী ভেঙে গেছে আমার
চারিদিক ঘুটঘুটে অন্ধকার দিশাহীন
অমানিশা....
জাগতিক মহাজাগতিক প্রেম বন্ধন
ছিড়ে-ছুটে চলে গেল হায় নাড়ি ছেড়া ধন
মহাকালের প্রবহমান স্রোতে।।
রচনাকাল : ০৯/০৯/২০২২ খ্রি.
সময় : রাত ১০:০০ মিনিট।