মাগো তুমি কাঁদছো কেন !
ডাকবে যে মা বলে
সে যে গেছে চলে
পৃথিবীর তেপান্তরে
বড়ই ব্যাথা এই অন্তরে
তবে বলছো কাঁদছি কেন ?
দশ মাস দশ দিন ধরে
গর্ভে ধারন-যতন করে
পায়ে পায়ে শঙ্কা চড়ে
শত কষ্ট সহ্য করে
পৃথিবীর এই অন্তরে
তবে বলছো কাঁদছি কেন ?
মা মা বলে ডাকবে বলে
বসে থাকি অস্তাচলে
ঘরে ফেরে সবার ছেলে
নারী বোঝে মায়ের বেদন
সন্তান যে তাঁর নাড়ির ছেদন
তবু বলছো কাঁদছি কেন ?
তারিখ : ০৫-০২-২০১৩
বার : মঙ্গলবার
স্থান : যশোর