মায়ের মমতায় গড়া
রিপন রায়
মোর গ্রামখানি
মায়ের মমতায় গড়া।
জন্ম হেথায় ঘুরি সারাদিন
এপাড়া আর ওপাড়া।
বিশ্ব প্রকৃতির সবুজ শ্যামল
বন বনানী বৃক্ষরাজির ছায়ায়।
ছেয়ে আছে গ্রামখানি মোর
তারই অপরুপ মায়ায়।
হেথায় আছে জ্ঞানী গুণী
সর্বময়ে ভরা।
মিলে মিশে থাকি হেথা
মনের এক অন্তরা।
হেথায় আছে বাঁশ, বেত বন
গোলাপ, জবা, পলাশ, কাঞ্চন-
আম, কাঠাল, জামরুলে ভরা।
জমিন ভরা ফসল নিয়ে
কৃষকের আছে তাড়া।
বাড়ির পাশের বটগাছটি
বয়স তাঁর অজানা
জন্ম অবধি সাক্ষী সেজে
তালগাছটিও খাড়া।
গাঁয়ের বৃদ্ধ রাজকৃষ্ণ
বয়স একশ পঁচিশ
কালো চুলে দাঁতের খিলান
আঠারোয় পড়ে ধরা।
হেথায় আছে খাল বিল থৈ থৈ
জলে মাছেরা দেয় হানা।
ধরো মারো কাটো খাও
কেউ করবেনা মানা।
হেথায় আছে জারি সারি
ভাটিয়ালীর সুর।
হাসন লালন কন্ঠে সেরা
শুনতে লাগে মধুর।
রচনার তারিখ : ১৭-০২-২০১৩
রবিবার
যশোর
বাসা নং-৬৭৩