একটি পাখি চুপটি করে বসে
নীরবে নিরলে নির্জনে -
ঝামটি মেরে বসে -
বুক ফেটে কান্না আসে ।
অঝোর ধারায় আখি ঝরায় জল
প্রতিবেশীর সুখে তাই-
মনটা করে ছলছল।
কত আশা ছিল বুকে
কত ভাষা মুখে ।
স্বপ্ন বুনতো গুণে গুণে
চেয়ে কাঞ্চনজঙ্ঘার পানে।
রাজপ্রাসাদের স্বপ্ন দেখতো
কুঁড়ে ঘরে বসে
দিন রজনী কাটতো কেবল
অট্টহাসি রসে।
কত ব্যথা প্রাণে দিলে আজ
কতটুকু নিবার সে পারে
জানলে না আজ, ভুলে গেছো তারে
নিজের সুখের তরে ।
এত ব্যথা যার হৃদয়ে ঘোরে
কেমন করে সয়
চোখের যতি হারায়েছে তার
শুধু তোমার আশায় আশায় ।
ও দূর আকাশের চাঁদ
আমাকে বলোনা -
আমিও কেন একা
দুঃখ ভরা হৃদয় নিয়ে
লক্ষ যোজন দূরে
আজ তোমারই মতন।
রচনাকাল : ২৭/০৭/২০১৯
প্রকাশকাল :২৭/০৭/২০১৯ > যশোর বেজপাড়া।
রচনার সময় : : মিনিট (১১:৩৪) > যশোর বেজপাড়া।