করোনা ভাইরাস ২০২০
রিপন রায়
আর কত মানুষ মরলে পৃথিবী তুমি শান্ত হবে,
মিটবে তোমার সমস্ত ক্ষুধার জালা।
কি পাপ তার কত পরিমাণ করেছে পৃথিবীর মানুষ ,
চিত্রগুপ্তের নথি থেকে করেছ চুরি তার সমস্ত প্রমাণ ।
কত মায়ের কোল খালি হয়ে গেল
কত আদরের ছোট ভাই বোনটি হয়ে গেল লাশ,
চোখের শেষ দেখাটাও যে হলো না আর দেখা।
আর কত নিকৃষ্ট হবে তুমি এই সুন্দরতম বসুন্ধরায়
শত সহস্র শ্রমের বিনিময়ে স্বপ্ন শত ত্যাগেরবিনিময়ে,
তিল তিল করে গড়ে তোলা বাসরের মতো
আজ তার সবটুকুই নিশ্চিহ্ন হয়ে গেল ।
যেন এই বুঝি মৃত্যু এসে দরজায় কড়া নেড়ে যায়
গাছের পাতার মর্মর শব্দে বুকটা কেঁপে ওঠে ।
এবার হয়তো আমার পালা হয়তোবা অন্য কেউ
নিজেকে নিয়ে ভাবতে আর ভালো লাগে না
বিতৃষ্ণায় ভরে গেছে চারদিকে শুনি কান্নার রোল।
আজ সৎকারের সামিল হওয়ার নেই কেউ
চোখের জল মুছবার নেই কেউ
ততক্ষণে শুকিয়ে আঠা হয়ে গেছে
হাহাকার মরুভূমির বুকে একটু জল দেবার কেউ নেই।
ঘরে ভয়ে ভীত সন্ত্রস্ত কেউ কাউকে স্পর্শ ছাড়াই
সারাক্ষণ মাথায় একটি চিন্তা একটি শব্দ করোনা ভাইরাস।
রচনাকাল : ০২/০৪/২০২০