কখনো আর স্বপ্ন দেখব না
রিপন রায়
এই যে দেখো আমি আর হাঁটছি না
হাটবোনা আর কোনোদিন
ওই সাত সমুদ্র তেরো নদীর পাড়ে
আর উড়বো না কখনো বিশাল আকাশে
দুধের মতো পাখনা মেলে
সাদা গাঙচিল হয়ে
কখনো আর স্বপ্ন দেখব না
রাত জাগবো না কেন জানো ?
সবুজে ঢাকা ওই বিশাল মাঠের পানে চেয়ে
মাথার উপর একঝাঁক ঘন কালো মেঘ
একটি কালবৈশাখী আর বন্যা
আমার বুকের ভিতর দিয়ে
যেন অনায়াসে অবলীলায়
বয়ে চলে যায় ।
আমার স্বপ্নে বাঁধানো সোনার ঘরখানি
ভেঙে-চুরে বিলীন হয়ে গেলো
অবশিষ্ট কিছুই রইল না
এর কারণ কি জানো ?
এর কারণ অবশ্যই তুমি!
কিন্তু সমস্ত দোষ আজ
আমি আমার করে নিয়েছি
কোনো কলঙ্ক তোমার গায়ে
না লাগে যেন তাই।
জানো পাখি, তুমি সুখ স্বপ্ন চারিনী
তা আমি কখনো বুঝতে পারিনি
আমি কখনো বুঝতে পারিনি ।
রচনাকাল :: ০২/০৮/২০১৯