কবিগুরু নয়নে
দেখা দিল স্বপনে
স্তম্ভিত বিশ্ব-ভূবন
ভেবে আকুল মন
কি করিব রচন
প্রথমে করি বন্ধনা।
স্বপনে দেখি তাঁরে
স্বপনের ঘরে
পূজিতে বসি পূজন
তারে উদয়পদ্মে।
এ জীবন মন
করি সমর্পণ
গুরুর পাদপদ্মে
তোমারই হাত ধরে
শিখিলাম হাতে খড়ি
শুরু করি পথ চলা
কণ্ঠে তুলে গুঞ্জন
তোমারই স্মরণে
আমার এ কথা বলা।
নিশিকালে স্বপন দেশে
দীক্ষা কর দান
না পারি হতে তোমার দেশে
না হইও অপমান ।
মোর শিরে রেখে হাত
করো গুরু আশীর্বাদ
আছে যত তত
তুমি ঠাকুর রবীন্দ্রনাথ
সারা বিশ্বের কবিগুরু
প্রকৃতি বন্দনায় নও ভীরু
তুমি ভূবন খ্যাত
তুমি রাজকন্ঠের মালা
অভাগিনীরে মিটাও জালা
আমি তোমার পূজায় রত।
রচনা কাল : ৮/২/২০১৩
প্রকাশকাল:২/৮/২০১৯