কি রূপ দর্শন লাগি
বাটি পড়িয়াছে ভিড়
দীর্ঘ লাইন,- কে দেখিবে প্রথম
তাইতো রজনী ছাড়িয়াছে নীড়
আবাল-বৃদ্ধ জনতা আর বধির।
একথা শুনি রুপপুরের রিপন
কন্ঠে তুলে গুঞ্জন
ছুটিয়াছে ধুতি কাছা খুলি
এলো কেশে - হাতে পাঞ্জাবী
বোগল ডাবা -চরণ যুগল তুলি।
সহস্র লক্ষাধিক মানুষ
তারা শুনেই যেন বেহুশ।
কত ঠেলাঠেলি - কোথায় সে
- অপ্সরী।
যার রুপ দর্শন লাগি
বাটি পড়িয়াছে ভিড়-
কোন সে দূর শুনিয়া বিধুর
কোথায় পাইবেক গাড়ি।
মোর অতি হায় যেতে হবে সেথায়
দিবাকর করে তাড়াতাড়ি।
একবার নজরে মিলিবারে তারে
পুরিব মন বাঞ্চনায়।
মনবেড়ি করে বান্ধিবো ডোরে
ক্লান্ত মিটিবার আশায়।
আমিতো নই রাজা শক্তিমত্ত তরতাজা
বাহুবলে দিগ্বিজয়।
পাইব কি আসন রাজ সিংহাসন
মনে গুনি শংসয়।
শুধালেম কুমারে-
কিসের এত হুলাহুলি কুসুমাসারে
রাজকুমারীর স্বয়ম্বর বুঝাইলো কুমারে
তাই শুনি রিপন--
মুখে নেই বচন।।
পথে মরুভুমি - তার জাহাজে চড়ি
ছুটেছে উর্ধ্বশ্বাসে কুমারী জয়ে
চৌদিক পড়েছে ধুম
কারো চোখে নেই ঘুম
কুমারীর স্বয়ম্বরা অনুষ্ঠানে।
শিব ধনু ধরে ভাঙিবার তরে
একে একে রাজার কুমার
ফিরে আনমনে।।
উঠিল গুঞ্জন স্বয়ম্ববাসরে
প্রচারিল কানাকানি সভাসদজনেে
এমনি কুক্ষনে উপনিত হইল রিপন
ধরিল শিব ধনু রাখিল হাত কনকাসনে
উঠাইল ধনু ভাঙিবার তরে
প্রথমে করি বন্ধনা-
প্রভু বিভুইয়ে রক্ষা কর মোরে
ডাকিল হাক রিপন
ভাঙলো শিব ধনু
পড়িল সভায় গুঞ্জন
বাজিল ঢাক-ঢোল আর বেনু
ফিরিল রিপন নিজ দেশে
রাজার কুমারী জয়ে।।
রচনাকাল ঃ ০৬-০৮-২০০৯
প্রকাশকাল ঃ ১১-১৮-২০১৮
( যশোর )