তোমারই নয়ন জুড়ে
বারি ধারায় আছে ভরে
ক্ষণকালমাত্র।
যখনই যাইব চলে
সুন্দরীয়া জগৎ ছেড়ে
শুকাবে সব বারিধারা
পড়িয়া রইবে শূন্য নেত্র।।
দুটি মন আধারে বসিয়া
কতইনা করিছে খেলা
আধারিয়া অজান্তে।
আথালে বসিয়া থাকি
চুপি স্বরে তোমায় ডাকি
মন-মন মনান্তে।।
তোমারই লাগিয়া সই
মরূ বুকে - শূণ্য উদ্দ্যান
করেছি বিচরণ।
তোমারই মাথালে বসি
গুনেছি শত রজনী
মেনেছি আত্মহনন
সখি, মনে কি রহিবে তখন ?
সত্যিই একদিন যাইবো চলে
মনে কাটিয়াছে সিধ্
মনেরেই অফুরান্তে।
রহিবে তুমি ক্ষণকাল ব্যাপি
মনে না লইবা জিধ্
পৃথিবী দিগন্তে।
তোমারেই শুধাইব বারে
মায়ার বাধনে মোরেে
একবার, জড়াইও মন ডোরে
তোমারই ছলনা যেন কেহ
বুঝিতে নাহি পারে
কোনো কালে অকাতরে।।
রচনাকাল - ১৯/০৭/২০০৯