কেটে গেল একশোটি বছর
            -রিপন রায়-

যে দিন প্রথম দেখা হয়েছিল
তোমাকে বলেছিলাম।
আবারও দেখা হবে
কোনো না কোনো একদিন
হয়তো বা জীবনের শেষ প্রান্তে ।
এর মাঝে অনেকটা বছর
              -কেটে গেল
পুরাতন সব ঝরে গেল
নতুনেরা প্রাণ পেল।
      ঘোর সন্ধ্যায়-
লক্ষ্মী পেঁচা ডেকে যায়
ঘরে শিশু সে,
ধুকে ধুকে ভয় পায় ।
কত পথিক ঘরে ফেরে
পথ ফেরি করে ।
ঈশান কোনে মেঘ জমে
নিমেষে ঝড়ে,
ভরে ওঠে মাঠ প্রান্তর।
ফিঙে - পেঁচা - শালিক
অসহায় আর্তনাদে কাক
ডাকে, গাছের মগডালে
বসে, ভেসে চলে কত
বাড়ি ঘর শত শত
শ্রাবণ বন্যায়।
ক্রমে সময় চলে যায়
তোমার দেখা নাই
কেটে গেল একশোটি বছর ।


রচনাকাল  :: ২৫/০২/২০১৩ ইং
প্রকাশকাল : ০৭/১২/২০১৯ > যশোর বেজপাড়া।
রচনার সময় : মিনিট (০০:০০ বিকাল)>যশোর বেজপাড়া।