যুগের সাথী
রিপন রায়
তুমি কেমনে চাহি থাকো
ঐ দুর আকাশ পানে!
তুমি কেমনে করো রেখা অতিক্রম
নাম বরুনে
তুমি যুগ যুগ ধরে
যুগের সাথী
তুমি আঁধার করেছো দূর
হয়ে প্রভাতি
তুমি করেছ মোরে দান
এই দিনমান
হয়ে চিরসত্য
তুমি তার প্রমাণ।
নয়নে দেখেছি নুতন আকাশ
তোমারই কৃপায়
তোমার তেজে তেজোদিপ্ত হই
যৌবন সংগীত করি ধরায়
সকল কাজের কেন্দ্রবিন্দু
আছ তুমি ধরায়
তোমারে পূজিতে প্রাণীকুল
বসে সে প্রার্থনায়
তুমি না জাললে আলো
বিশ্বজগৎ আঁধার কালো
মৃত্তিকা ফাটি বৃক্ষ না গজায়
শত কোটি বছর ধরে
মাটির গভীর অন্ধকারে
নিয়োজিত তোমার চরণ বন্ধনায় ।
তুমি আছ দাড়িয়ে
হিমালয় শিখরে
না মানো পরাজয়
তুমি নও অনাহার ক্লিষ্ঠ
তুমি জগৎ শ্রেষ্ঠ
আঠারো যৌবন পেরিয়ে
তোমায় হতে শিখেছি মোরা
যৌবন জলের মন্ত্রনা।
প্রভাতে খুলি আঁখি
দেখি তোমর চরণখানি
পৃথিবী পৃষ্ঠে।
শুরু হয় দিনের খেলা
তোমার সাথে পথ চলা
একই দৃষ্টে
তুমি দিবালোক
চেয়ে থাক অপলক
লক্ষ কোটি প্রাণের পরশ স্বপন।
তোমার এই রাঙা চরণ
যুগে যুগে কর দান।
তুমি আছ হেথায়
থাকিবে হেথায়
না হইও পর
যুগ যুগ ধরে
আমরা মানুষ বড়ই স্বার্থপর।
তোমার কারনে
দিনের খেলাখেলি
ফুল হয়ে ফোঁটে
ভেঙে কলি
তুমি অস্তাচলে
হও নিমগ্ন
হয়ে চন্দ্রাবলী।
রচনাকাল : ০৮/০২/২০১৩
প্রকাশকাল :০৪/১২/২০১৮