ঈশ্বর-আল্লাহ্
রিপন রায়
সে যে আমার জাতের মেয়ে,
নয়রে হিন্দু মুসলমান ।
একই জঠরে জন্ম সবার
কে বলে তারে বৌদ্ধ খ্রিষ্টান ।
ভয় করিনা কোনো কুলকলঙ্কের
না ভেদি কোনো জাতপাত।
তেল মাখিলে যায় না ধর্ম
একই বেশ্যার হাঁড়ির ভাত।
রিপন কয় জাত গেলেও তোর
চাঁদের আলো নয়রে তফাত।
একই জলে সান করিলে
পানি খায় সর্বজন
একই ঈশ্বর একই আল্লাহ্
যীশু গৌতম নয় অন্যজন ।
মাটির দেহ হবে মাটি
কিসের তোর এতো অহংকার।
মানুষ হবি মানুষ ভজবি
ছেড়ে দেরে মন্দির কাবা ঘর।
তজবী মালা ছেড়ে দে দে
ভুলে যা সব ভেদাভেদ ।। (গীতিকবিতা)
রচনাকাল : ২৩/০৩/২০১৯