হয়তো-বা আর বেশি দিন থাকবো না
           রিপন রায়
www.bangla-kobita.com/123456


এই নিষ্ঠুর পৃথিবীতে হয়তোবা
আর বেশিদিন থাকবো না ।
হয়তো বা সময়ের অবসানে
দুটি চোখ অধীর ঘুমে জড়িয়ে পড়বে ।
শিরায় উপশিরায় থমকে যাবে
বিদ্যুতের বেগে ধেয়ে আসা রক্তস্রোত।
হয়ে যাবো মা-বাবার স্নেহ বঞ্চিত
হারিয়ে যাবো মনের গহীন অরণ্যে ।
হারিয়ে যাবো সাত সমুদ্র তেপান্তরে
সন্ধ্যার আকাশে মিটিমিটি তাঁরা হয়ে জলবো,
কখনো মেঘ, ঘন বরষা হয়ে যাবো
আধারে মিশে যাবো ঘুটঘুটে কালো অন্ধকারে ।
টিপ টিপ করে জলে থাকা লম্ফের নিচে
অনাদরে পড়ে রবে অতি আদুরে
একটি বই, খাতা আর কলম ।
পোষা বেড়ালছানা দুধের স্বাদ ভুলে যাবে
আমার অনুমতি পাওয়ার অপেক্ষায় ।
হয়তো-বা আর বেশি দিন থাকবো না
তোমাদের এই নিষ্ঠুর পৃথিবীতে
দেখে নিও সবই শান্ত হয়ে যাবে
চোখের জল শুকিয়ে গেলে ।
এই অপদার্থকে নিয়ে ভাববার সময়
তখন থাকবে না আর কারো হাতে ।
রোজ নিশিতে তোমার মাথায় হাত বুলিয়ে দেবো
একে দেবো চোখে কাজল, পায়ে আলতা,
হাতে কাকন, রুম ঝুমঝুম নুপুর পরনে বেনারসি
পরম আদরে ঘুমিয়ে যাবে ভালবাসার অনুরাগে।
হয়তো বা আর কখনো আসবো না
তোমাদের এই নিষ্ঠুর পৃথিবীতে -
তোমাদের ভিড়ে সঙ্গী হবো না কখনো
শ্রীনদীর পাড়ে খেলবোনা গল্লাছুট, লবনদাড়ি
বিজয়োল্লাসে মাতবো না ক্রীড়াঙ্গনে ।
তোমাদের পৃথিবীতে মেতে থাকো তোমরা
আনন্দ মিছিল বের করে দলে দলে ।
.....................................>>>>>>>
রচনার তারিখ ১৪/০২/২০২০