হে বঙ্গবন্ধু আমার
রিপন রায়
নিশিতের প্রভাতে চায়ি দেখি
তোঁমারই প্রতিচ্ছবি।
চারিদিকে কলরব শুনি
বাতাসে ধ্বনিত হয়
তোমারই বজ্রকন্ঠে জয়ধ্বনি।
তোঁমার পদার্পনে
অকালে কালের পরিবর্তন
তুঁমি সেই ক্ষণজন্মা
হে বঙ্গবন্ধু আমার।
তুঁমি কৃষক-শ্রমিক-দিনমজুর
তুঁমি তো মানুষ নও
তুঁমি যে এসেছিলে
বাঙালির ভাগ্য দেবতা হয়ে।
নির্যাতিত - নিপিড়িত - নিঃশ্বেষিত
অবহেলিত মানুষের সাথি হয়ে।
তুঁমি শতবর্ষী-
হে বঙ্গবন্ধু আমার
তুঁমি অসাম্প্রদায়িক
হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান-জৈন
জনতার কাতারে
তুঁমি জাতির পিতা
কান্ডারি হয়ে এসেছিলে
সোনার বাঙলা গড়তে
পাকিস্তানির রোসানল থেকে
ছিনিয়ে এনে দিয়েছো আমার স্বাধীনতা।
রচনাকাল :: ২২/০৮/২০২০