“একটি নির্ঘুম রাত”
রিপন রায়
শুনি শুকনো পাতার মর্মর শব্দ
দূর-অদূর হতে ভাসা ভাসা
বাতাসে ভেসে আসে।
স্মৃতিতে তোমার আলতা রাঙা
পায়ের শব্দ এসে বাজে
আমার কানে
ঝনঝনে ফলের মতো।।
পূর্ণিমা রাত শিমুল তুলোর
মতো আকাশে ভোসে বেড়ায়
সাদা মেঘের ফেনা।
লুকোচুরি খেলে আর হাসে
তোমার ঐ চাঁদ বদন মুখ।
পাশে শ্রীনদী জলকেলি করে-
যেন ঐ কারা
হৃদয় শিকারিনী গেয়ে যায়-
গান-
কোন সে বনে ।।
একটি নির্ঘুম রাত, অপেক্ষার প্রহর
জানি কখন নির্বাসনে যাবে!
কালো ভ্রমর দমকা হাওয়ায়
কানের পাশ ঘেসে গেয়ে যাবে
প্রেমের গান, শান্তির গান।
শান্তি পাবে হৃদয়, একাকিত্ব
একটি নির্ঘুম রাত।।
রচনাকাল : ০৩/০৩/২০১৯
রচনার সময় : ০৯ : ০৩ মিনিট (রাত) যশোর বেজপাড়া।
প্রকাশকাল :১০/০৩/২০১৯