আমি চিৎকার করছি
পাশে কেউ নেই।
আমি উচ্চস্বরে হাসছি
কোনো শব্দ নেই।
আমি গলা ফাটিয়ে কাঁদছি
আবার কখনও মৃদুস্বরে
চোখে জল নেই।
সেটি ছিল আমার -
একটি দুঃস্বপ্নের রাত।।


রচনাকালঃ  ৩১-১২-২০১৫